শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

মুহাম্মদ বাহাউদ্দিন

ইসলামিক আধুনিক প্রশ্ন ও উত্তর ১০

দৈনিক দ্বীনের আলোঃ মুহাম্মদ বাহাউদ্দিন
২২ মার্চ, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ | 265
ইসলামিক আধুনিক প্রশ্ন ও উত্তর ১০
২২ মার্চ, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ | 265

মুহাম্মদ বাহাউদ্দিন
খলিফা আল্লামা আয়াজ আহম্মেদ যোবায়েরী আল কোরাইশি

প্রশ্ন :
পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে নাকি সূর্যের চারদিকে পৃথিবী???
উত্তর :
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। ধন্যবাদ।
প্রশ্ন :
★ব্লাক হোলের কথা কি কুরআনে আছে??
এর কাজ কি??
মাওয়াকিউন নুজুম কি?
উত্তর :

ব্ল্যাক হোল হচ্ছে যেখানে গ্রহ নক্ষত্র গুলো নিঃশেষ হয়ে যায় এটাকেই সূরা ওয়াকিয়ায় মাওয়াকিয়ুননুজুম বলা হয়েছে। ধন্যবাদ।
সঠিক মত কোনটি?
প্রশ্ন :
কেউ যদি বাঁশের কঞ্চি পড়ে(ফুঁকে)দেয় বাচ্চাদের ঠান্ডার জন্য, শুধু শনি ও মঙ্গলবারে, এবং তা ব্যবহারে রোগ সেরেও থাকে, কঞ্চি গোরস্থান থেকে নেওয়া হয়।
এটা কি ব্যবহার জায়েজ হবে?
উত্তর :
ইসলামী শরীয়তে কোরআন হাদিস এবং অর্থবহ দোয়া দিয়ে ঝাড় ফুঁক করা বৈধ। ‌ তবে এর জন্য নির্দিষ্ট দিনে করতে হবে, নির্দিষ্ট জিনিস দিয়ে, নির্দিষ্ট স্থানের ইত্যাদি কুসংস্কার সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ।
প্রশ্ন :
কোরআনের সূরা আলে ইমরানের ১৪৪ নং আয়াতে বর্ণিত আছে-
أفإن مات أو قتل انقلبتم على أعقابكم.
উক্ত আয়াতে কারীমার সরল অনুবাদ কী হবে।
এবং আয়াতে أعقاب এর واحد কী হবে এবং واحد এর শাব্দিক অনুবাদ কী হবে আয়াতের আলোকে।
জানিয়ে বাধিত করবেন।
জাযাকুমুল্লাহ
উত্তর :
اَفَا۠ئِنۡ مَّاتَ اَوۡ قُتِلَ انۡقَلَبۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ ؕ

তাঁর যদি মৃত্যু হয়ে যায় কিংবা তাঁকে হত্যা করে ফেলা হয়, তবে কি তোমরা উল্টো (পিছনের) দিকে ফিরে যাবে?
—আলে ইমরান – ১৪৪

أعقاب এর একবচন হচ্ছে
عقب

ধন্যবাদ।
প্রশ্ন :সেহের বা কুফরি কালাম করার দ্বারা কি অমুসলিম হয়ে যায়?
উত্তর :
যাদু বিদ্যা কুফুরি।কুরআনে যাদুবিদ্যাকে কুফর বলা হয়েছে।
وما كفر سليمان الخ
ইমাম আবু হানিফা,শাফেয়ী,আহমদ বিন হাম্বলের رح মতে,যাদুকর কাফির।
আর মালিক রহ.এর মতে,যাদুকরকে তার আকিদা সম্পর্কে জিজ্ঞাস করতে হবে,যদি সে এগুলো বিশ্বাস করে তাহলে সে কাফের।।

والله أعلم بالصواب
প্রশ্ন ঃ
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসুল সা. এর ব্যবহৃত জিনিস দ্বারা ওসিলা এবং বরকত লাভ করা যায় কি? যেমন:-জুব্বার ওসিলা,জুতা মোবারকের ওসিলা আশরাফ আলি থানবীর কি نيل الشفاء بنعل المصطفى নামে কিতাব আছে??
উত্তর :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যবহৃত জিনিস সমূহ দিয়ে বরকত লাভ করা যাবে। সাহাবায়ে কেরাম বরকত লাভ করেছেন। ধন্যবাদ।
প্রশ্ন :
১। টুপি পরিধান করার বিধান কী?
২।তারাবির সময় মাথা গরম হয়ে যায়।এই অবস্থায় টুপি খুলে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি না?
উত্তর :
টুপি পড়া সুন্নত।

যদি টুপি পরে নামাজ পড়তে সমস্যা হয় তাহলে টুপি ছাড়াও নামাজ হবে। তবে যথা সম্ভব টুপি পড়ে নামাজ পড়া উচিত। ধন্যবাদ।

error: Content is protected !!