সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

শামীমা পাঠান

অবৈধ পন্থায় সম্পদের মালিক যারা তাদের দুনিয়াতে চার ধরনের শাস্তি হবে

দৈনিক দ্বীনের আলোঃ শামীমা পাঠান
২২ মার্চ, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ | 172
অবৈধ পন্থায় সম্পদের মালিক যারা তাদের দুনিয়াতে চার ধরনের শাস্তি হবে
২২ মার্চ, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ | 172

সুদখোর, ঘুষখোর, হারামখোর, অন্যের সম্পদ আত্মসাৎ কারি, চুরি-ডাকাতি করে অর্থাৎ হারাম/অবৈধ পন্থায় সম্পদের মালিক এবং ক্ষমতার মালিক যারা তাদের দুনিয়াতে চার ধরনের শাস্তি হবে-

১। মানুষের মাঝে তাদের কৃত কর্ম গুলি ধীরে ধীরে প্রকাশ পেতে থাকবে।
২। মানুষের ঘৃণ্য আলোচনা-সমালোচনার পাত্র হবে।
এবং তার সম্মান নষ্ট হতে থাকবে।
৩। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ এবং সন্তান-সন্ততি তার জীবনে কোন কাজে আসবেনা।
৪। জীবনের শেষ বেলায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। এবং তার সম্পদ ধ্বংস হতে থাকবে।

আল্লাহ তাআলা আমাদের সকলকেই এরকম খারাপ অবস্থা থেকে হেফাজত করুন। এবং হালাল পন্থায় হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করুন, আমীন