বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

নওগাঁয় উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের মূল হোতা আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক দ্বীনের আলোঃ
১৩ জুলাই, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ | 59
নওগাঁয় উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের মূল হোতা আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা
১৩ জুলাই, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ | 59

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের অন্যতম হোতা আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে একাধিক ব্যক্তির খারিজের কাগজপত্র উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন অভিযান পরিচালনা করে এ রায় প্রদান করেন। বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই দালাল মুক্ত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামক এক যুবককে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল তার অপরাধ স্বীকার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুধু ভূমি অফিস নয়, পুরো উপজেলাকে দালাল মুক্ত করতে সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেন। এছাড়া এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
নওগাঁ।