দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ নং ওয়ার্ড বিএনপির ২ নেতা বহিষ্কার
দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুর পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের এক সভায় ওয়ার্ড বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমন ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইমরান-২ কে চাঁদাবাজির অভিযোগে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে ।
৪ অক্টোবর-২০২৪ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী হল প্রাঙ্গনে ৩ নং ওয়ার্ড এ আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আলোচনা সভা,সাংগঠনিক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
সভায় চাঁদাবাজি ও দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উক্ত ওয়ার্ডের উল্লেখিত ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দিনাজপুর পৌর বিএনপির সহ- সভাপতি, জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ্ ।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই। সে যেই হোক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব চাঁদাবাজদের দলে রাখার কোন সুযোগ নেই। তিনি বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ নং ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা কমিটি গঠন করে ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে সকলকে দায়িত্ব পালন করতে হবে।
উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল বলেন হিন্দু মুসলিম আমরা সবাই একই ছাদের নিচে বসবাস করে আসছি। হিন্দু সম্প্রদায়ের শারদীয়া উৎসবকে নির্বিঘ্নে সফল করার জন্য আমাদের সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন ৩ নং ওয়ার্ড এ যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে দলে তাদের কোন স্থান নেই।
প্রয়োজনে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এটিই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
উক্ত সভায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাংগঠনিক সম্পাদক-১, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক , জেলা যুবদলের সাবেক আহবায়ক এবং ৩ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা, মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ও জেলা নবীন দলের সাধারণ সম্পাদক সওকত উল্লাহ মজিদ বাদশা, , মোঃ সালাম(জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক) , ওয়ার্ডের উপদেষ্টা শাহজালাল রোজ ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুরুল করিম জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক -১ মোঃ মিজানুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, সহ সাংগঠনিক কাজল, যুব বিষয়ক সম্পাদক রানা, সদস্য মোঃ রাজু প্রমুখ।
এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- সাঘাটা উন্নয়ন সংস্থা কতৃক আল কোরআন শরিফ বিতরণ ও বৃক্ষরোপণ
- মানবসেবার নামে অপকর্ম ও অর্থ লোপাট (পর্ব-১)
- বাংলাদেশী বৃহত্তম বীমা শিল্প ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে কর্তৃক আয়োজিত, প্রিমিয়ামের মেয়াদ পূর্তিতে চেক প্রদান অনুষ্ঠিত
- নগর জীবনে শান্তির স্বর্গ
- সাংবাদিক মাসুদুর রহমানের ছোট মেয়ের শুভ জন্ম দিন আজ
- মহিমাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ