শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

৫২ তম বর্ষে পদার্পণ করলো, নিউমার্কেটের ৫৪ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব।

দৈনিক দ্বীনের আলোঃ
৫ অক্টোবর, ২০২৪, ১:১১ অপরাহ্ণ | 58
৫২ তম বর্ষে পদার্পণ করলো, নিউমার্কেটের ৫৪ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব।
৫ অক্টোবর, ২০২৪, ১:১১ অপরাহ্ণ | 58

৪ঠা সেপ্টেম্বর শুক্রবার, প্রতিবছরের ন্যায়, এই বছরও মহিষাসুরমর্দিনী রূপে, নবরূপে নবদুর্গা সেজে উঠেছে, কলকাতা কর্পোরেশনের সামনে, ৫৪ পল্লী ক্লাবের দুর্গাপুজো, ৩রা সেপ্টেম্বর এই মন্ডপের শুভ সূচনা হয়,

এই পুজো একইভাবে চলে আসছে , এবং দেখতে দেখতে ৫২ তম বর্ষে পদার্পণ করলো, কোন থিমের আকর্ষণ না থাকলেও, বনেদি আনায় দর্শকদের মন জয় করে নেয় , চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণ থেকে শুরু করে ভোগ বিতরণ পর্যন্ত।

এই পুজোর বিশেষত্ব হলো নব দুর্গা, ও রুপে সেজে উঠে, দেখতেই আপামর ক্রেতা থেকে শুরু করে, পুজো প্রেমীরা এখন থেকেই ভিড় করতে শুরু করেছে, আর সবার মুখেই একটি কথা, প্রতিমার রূপ অসাধারণ, প্রতিটি দেবদেবীর দিকে তাকালে একটা আলাদা অনুভব চোখে পড়ে।, যা অন্য প্রতিমায় দেখা যায় না,

পুজোর উদ্যোক্তারা বলেন, আমরা এইরকম প্রতিমা প্রতিবারই আনার চেষ্টা করি, তাদের কোনরূপ প্রতিমা চেঞ্জ হয় না, আমরা নব রূপে মাকে প্রতিস্থাপন করি। কলকাতা থেকে গ্রামে যত নব দুর্গার প্রতিমা হয় , আমাদের প্রতিমা একেবারে ভিন্নরূপ। এবং প্রতিমাতসাতেই সামঞ্জস্য রেখে আমাদের এই প্যান্ডেল ও ভেতরের কাজ, কাজগুলি সম্পূর্ণ থার্মোকলের উপরে সুসজ্জিত।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা,