বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ দুলাল আলী, বিশেষ প্রতিনিধিঃ

গোমস্তাপুরে ইমাম সম্মেলন ও ইমাম নির্বাচন অনুষ্ঠিত

মোঃ দুলাল আলী, বিশেষ প্রতিনিধিঃ
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ | 43
গোমস্তাপুরে ইমাম সম্মেলন ও ইমাম নির্বাচন অনুষ্ঠিত
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ | 43

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও ইমাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সকাল দশটায় উপজেলা মডেল রিসোর্স সেন্টার ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ ও নির্বাচন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী কলেজের আরবি প্রভাষক ড. আতিকুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই ফজলে বারী, হাফেজ মাওলানা আসাদুল্লাহ, উপজেলা মডেল কেয়ারটেকার গোমস্তাপুর উপজেলা কাউসার জামান প্রমুখ।উল্লেখ্য ইমাম সম্মেলনে দুই শতাধিক ইমাম অংশ গ্রহন করেন।

error: Content is protected !!