শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

✍ আল ফারুক ইসলাম (দুখু মিয়া)

জীবন যুদ্ধ

দৈনিক দ্বীনের আলোঃ ✍ আল ফারুক ইসলাম (দুখু মিয়া)
২৯ জানুয়ারি, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ | 229
জীবন যুদ্ধ
২৯ জানুয়ারি, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ | 229

জীবনে চলতে পথে পরাজয়, গ্লানি
আর মিথ্যা অপবাদ হতে পারে যুক্ত,
মুক্তিযোদ্ধার মত যুদ্ধ করে সেখান
থেকে নিজেকে করতে হবে মুক্ত।।

আপনি যদি জিতে যান তখন
অনেকেই হবে সফলতার দাবিদার,
আর হেরে গেলে শুধু আপনিই
হবেন আপনার ব্যর্থতার অংশীদার।

আগে যুদ্ধ হোক মনের সাথে
আবেগ আর বিবেকের কঠিন যুদ্ধ,
আবেগ ফেলে বিবেক দিয়ে নিজেকে
করতে হবে আত্মবিশ্বাসী ও পরিশুদ্ধ।

জীবনের সব জায়গায় জিততে নেই
কিছু জায়গায় জিতেও তুমি সরে আসবে,
এর মানে তুমি পরাজিত নও বরং
শেষ জয়ের হাসিটা শুধু তুমিই হাসবে।

আসতে পারে কালবৈশাখী ঝড়
আসতে পারে কঠিন পরীক্ষা,
আগামী দিনের পথ চলতে
সেখান থেকে নিতে হবে শিক্ষা।

জীবনের কালবৈশাখী ঝড়ে
নিজেকে টিকিয়ে রাখবে যারা,
ঝড় শেষে আম কুড়োনোর মজা
উপভোগ করতে পারবে তারা

error: Content is protected !!