মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

কুড়িগ্রামের রাজারহাটে ইউপি চেয়ারম্যান এনামুল হকের আপসারণের দাবীতে বিক্ষোভ

দৈনিক দ্বীনের আলোঃ
৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ | 17
কুড়িগ্রামের রাজারহাটে ইউপি চেয়ারম্যান এনামুল হকের আপসারণের দাবীতে বিক্ষোভ
৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ | 17

মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজারহাট রেলষ্টেশন রোড থেকে শুরু করেন উক্ত মিছিলে রাজারহাট উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা ও অত্র ইউনিয়নের ইউপি সদস্যগণের ব্যানারে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হকের অতি দ্রুত অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমানরহমান সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজানুর মাহিন,মশিউর রহমান, শাহ-রিয়ার আহমেদ,মোজাম্মেল হক,সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু, মাহবুবুর রহমান, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজ,উপজেলা যুবদল সদস্য সচিব নয়ন আলী,প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারি, বক্তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ র চেয়ারম্যান মোঃ এনামুল হককে পদত্যাগ করতে হবে। অপসারণ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, প্রতারক ও দূর্নীতিবাজ, ক্রাইমবাজ চেয়ারম্যান এনামুল হক ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে বার বার নিজের রুপ পরিবর্তন করেন। প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় থাকলেও পরবর্তীতে টাকার বিনিময়ে আওয়ামীলীগে যোগদান করেন এবং বিগত দুইটি ইউপি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক অয়িমের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানিয় কিছু আওয়ামীলীগের দুস্কৃতীকারীর সহযোগিতায় অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়ে বনে গেছেন।
এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এনামুল হককে দ্রুত অপসারণের দ্রুত দাবি সহ রাজারহাট উপজেলার সকল প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

error: Content is protected !!