সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

কলমে:- আর কে হাসান রতন

মুক্তি চাই

দৈনিক দ্বীনের আলোঃ আর কে হাসান রতন
১৬ মে, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ | 150
মুক্তি চাই
১৬ মে, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ | 150

মনটা আমায় প্রশ্ন করে
এটা ভাই কেমন দেশ
রাস্তাঘাটে ঝোপঝাড়ে
হচ্ছে জীবন শেষ।
এটাই কি সোনার বাংলা
রক্তের স্বাধীনতা
মুক্তি চাই আবার বলে
কাঁদছে লতাপাতা।
রাত পোহালেই খবর কাগজ
চিৎকারে ভরা
দেহ আছে মাথা নেই
এ কেমন মরা।
মায়ের আর্তনাদ বোনের কান্না
গ্রাম গেছে ছেয়ে
কবর পাশে স্তব্ধ বসে
অবুঝ শিশু চেয়ে।
নব বধূর রঙিন শাড়ি
নয়ন জলে ভাসে
সোনার বাংলা শান্ত হবে
বলোনা শুনি কিসে।
হাসি পায় হাসতে গেলেই
দুঃখ আসে ধেয়ে
লাভ কি হলো রাত জেগে
বুকের রক্ত দিয়ে।