মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

বেতন ভাতা বকেয়া রাখায় বিক্ষোভ মিছিল করেন গার্মেন্টস শ্রমিক

দৈনিক দ্বীনের আলোঃ
৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ | 19
বেতন ভাতা বকেয়া রাখায় বিক্ষোভ মিছিল করেন গার্মেন্টস শ্রমিক
৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ | 19

মোঃ রাজু শেখ

নগরীর কালুরঘাট এলাকায় বেতন-ভাতা বকেয়া রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওয়েল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বিকেলে নগরীর কালুরঘাট শিল্প এলাকার সানজিদ টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ উপস্থিতিতে মালিকপক্ষের আশ্বাসে গতকাল দুপুরে নগরীর সিএন্ডবি এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে ফিরে যান শ্রমিকরা
বিষয়ে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেল জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা বকেয়া ছিল শ্রমিকদের। এতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। । এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএ’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, মালিকপক্ষও ছিল। মালিকপক্ষ আশ্বাস দিয়েছে যে, আগামী ১০ সেপ্টেম্বর জুলাই মাসের বেতন- ভাতা দিয়ে দেওয়া হবে। এর কিছুদিন পর আগস্টের বেতন-ভাতাও বুঝিয়ে দেওয়া হবে। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন। পরিদর্শক তদন্ত ছবেদ আলী বলেন, ওরা ১৫ থেকে ২০ মিনিটের মতো ছিল সড়কে। পরে মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে ফিরে গেছে শ্রমিকরা।

error: Content is protected !!