মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

দৈনিক দ্বীনের আলোঃপ্রতিবেদনে: আশিকুর সরকার (রাব্বি) -জেলা প্রতিনিধি কুড়িগ্রাম।
২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ | 37
২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ | 37

*কবিতাঃআমরা শিবির*

লেখক:তোফায়েল আহমেদ ত্বোফা।

“আমরা শিবির,

আমরা বিদ্রোহী,

আমাদের অন্তরে সর্বদা থাকে-

ইসলামের জয়ধ্বনি।

“আমরা শিবির,

আমরা তাদেরকেই ভালোবাসি-

যারা সত্য ন্যায়ের পথচারী।

আমরা শান্ত নম্র আর ভদ্র,

আমরা চরিত্রবানের অধিকারী।

“আমরা শিবির,

আমরা শপথ নেই-

ন্যায়ের পক্ষে দাড়াবার।

আমাদের প্রতিশ্রুতি-

ন্যায়পরায়ণ সততার পথ দেখার।

“আমরা শিবির,

আমরা ধৈর্য্যশীল এক তরুণ্য ন্যায়ের প্রতীক।

আমরা অত্যাচারীর আতঙ্ক হয়ে-

সাহস যোগাই নিপিড়ীত মানুষের।

“আমরা সত্যবাদী,

আমরা দ্বীনের পথে চলি।

আমরা কোরআন দিয়ে নিজের জীবন গড়ি,

আমাদের পরিচয় সত্যের সংগ্রামে-

লড়ে যাওয়া বীর।

 

‘আমরা শিবির,

আমরা ইসলামি ছাত্রশিবির।।

 

error: Content is protected !!