মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না : সোনার বাংলা গড়ার আসল কারিগর তারেক রহমান

দৈনিক দ্বীনের আলোঃ
৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ | 16
কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না : সোনার বাংলা গড়ার আসল কারিগর তারেক রহমান
৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ | 16

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনার বাংলা গড়ার কারিগর তারেক রহমান বলেছেন,
বিএনপি ভবিষ্যতে এদেশে আর কখনো স্বৈরশাস জন্মাতে দিবে না ৫ই আগস্ট সৈরাচারের কবর রচনা হয়েছে বাংলার মানচিত্রে। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় তারেক রহমান , রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী-গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় সোনার বাংলা গড়ার কারিগর ।
দেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা মুষ্ঠিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে- সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে, কেউ যেন পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ বি এন পির বিভিন্ন নেতাকর্মীদের সাথে ভ্যাচুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে ধারাবাহিক এই সভা করছেন করে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনার বাংলার কারিগর তারেক রহমান।

বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা এবং ২৩ সালের জুলাইয়ে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায় ইনশাআল্লাহ , কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়, নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও মর্যাদা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অর্থনীতিসহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন। গড়তে চায় ধর্ম-বর্ণ, গোত্র-গোষ্ঠী, সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম সাময়িক অধিকারের আধুনিক এক বাংলাদেশ। দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোর গোড়ায় পৌঁছানোর জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন আমার দেশের মানুষেই বড়ো সম্পদ মাটি নয়।
কিন্তু আওয়ামী লীগ চেয়েছিলো দেশের মাটি জনগন নয়। তাই সীমাহীন অর্থ পাচার লুটপাট গুম হর্ত্যা জুলুম কায়েম করে ছিল বিগত ১৬বছর।
আমার দাদা চলেগেছেন আমার বাবা চলে গেছেন আমি ও একদিন চলে যাবো
কিন্তু আমার দেশের মানুষ ও মাটিকে পবিত্র ও দামি করে যাব ইনশাআল্লাহ।
আমার বাবার সপ্ন ছিল এদেশের মানুষের থেকে দামী আর কিছু নয়।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী লালমনিরহাট জেলা থেকে। ০১৯৯৬১৩৫৯০৯

error: Content is protected !!