শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

সেহলী পারভীন

সুবর্ণ চোর

সেহলী পারভীনঃ
২৬ জানুয়ারি, ২০২৪, ১:১১ পূর্বাহ্ণ | 382
সুবর্ণ চোর
২৬ জানুয়ারি, ২০২৪, ১:১১ পূর্বাহ্ণ | 382

কিছু কিছু জীবনে বাগান সমগ্রে
সব ফুল হয়ে যায় ভুল।

পালাতে চায়- পালিয়ে যায়;
বিশ্বাস, উজ্জ্বল সহমর্মিতা সমস্ত চরণোর্ঘ্যে
সোপর্দ করলেও কম হয়ে যায় যার!
নিদারুণ সুবর্ণ চোর স্বজন।

খণ্ড খণ্ড আয়ূ বেচে
পুষ্টি কিনে স্বস্থ্যবান গড়ি আস্থার নৈকট্য।
প্রতিজ্ঞ ছিলাম; আমরা রোদ্দুর হবো-
আহা! চৌচির প্রতীজ্ঞরা
আবার ভাসা ভাসা ভালোবেসে
স্বজ্ঞানে রাত্রির হয়ে যায়।
সচেতন মাড়িয়ে যায়; রূপোলী রোদ্দুর স্নান।

কতো যে আপন কতো কতো
অনিদ্রা – শোকচিহ্ন চোখে লয়ে
বয়সের বাহুতে মাথা রেখে অতন্দ্র প্রহরী ;
ওদের তো দিলাম না কিছুই।

পুষ্পার্ঘ্য পেলো যতো জীবন, যতো হাতে
সে হাতেই রচিত হলো ধ্বংসার্ঘ্য আমার।
নিয়তি নাকি পথের কাঁটা!
ভাবলেই ক্ষণিক জীবনের সময় কাটা
দিগন্ত ভেদি হেঁটে যাই
বুক লয়ে কলঙ্ক মাখা।

error: Content is protected !!