বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া

অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়

দৈনিক দ্বীনের আলোঃ প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া
২৪ জানুয়ারি, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ | 457
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়
২৪ জানুয়ারি, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ | 457

তুমি,টা আমার আত্মার আত্ন নিপীড়ন।
মনোবাতায়নে প্রতীক্ষার অবসান ঘটিয়ে
আসবে কবে কোন এক গোধুলি লগ্নে?
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়,
মনটা বড়োই উতলা হওয়ার মতো বিচক্ষণ।
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়,
নদীর ঢেউ পাড়ে এসে ভীড় করা শামুকের মতো-
পড়ে আছি অবহেলা আর অযত্নে।
কবে এসে কুড়িয়ে নিবে আমায়?
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়।
ভালোবাসি তোমায়,,,,,,,,,,,,,