বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ফেরদৌসের আসনে ভোট দিলেন অধরা খান

দৈনিক দ্বীনের আলোঃ
৯ জানুয়ারি, ২০২৪, ১:৪৩ পূর্বাহ্ণ | 56
ফেরদৌসের আসনে ভোট দিলেন অধরা খান
৯ জানুয়ারি, ২০২৪, ১:৪৩ পূর্বাহ্ণ | 56

ঢালিউডের আবেদনময়ী চিত্রনায়িকা অধরা খান জাতীয় নির্বাচনে সচেতন নাগরিক হিসেবে ভোট উৎসবে অংশগ্রহণ করেছেন তিনি। ভোট দিয়ে আদায় করেছেন নিজের নাগরিক অধিকার। ঢাকা – ১০ আসনের ভোটার অধরা বেলা ১টার দিকে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এই আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অধরা খানের সহশিল্পী জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস আহমেদ।
ভোট প্রদানের পর নিজের অভিব্যক্তি জানিয়ে অধরা খান বলেন, ভোট প্রদানের পর নিজেকে দায়িত্বশীল একজন নাগরিক মনে হচ্ছে। ভোটের সময় উপভোগ করি। ভোটের সময় প্রার্থীরা ভোট চাইতে বাসায় আসেন। গান – বাজনার পাশাপাশি মিছিল হয়। উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বাংলাদেশের ভোট উপভোগ্য একটি উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করে ভালো লাগছে।
প্রসঙ্গত, অধরা অভিনীত সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ মুক্তির অপেক্ষায় আছে। মুক্তি পেয়েছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’ ছবিগুলো।