তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
সৈয়দপুরে উপজেলা নির্বাচনে বাবার খ্যাতি পেয়ে পুত্রের বিজয়
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ সরকার (রানা) দোয়াত কলম প্রতীকে ৩২ হাজার ৩শত ৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন সরকার (আনারস) প্রতীক ভোট পেয়েছে ১৮ হাজার ১শত ৭২টি ।
রিয়াদ হোসেন রানা সৈয়দপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সাবেক সৈয়দপুর পৌর মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের ছেলে। তিনি নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে গত ৪ মে তাকে বহিস্কার করা হয়।
এ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মহসিন মন্ডল (মিঠু) চশমা প্রতীকে ৩৬ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩ শত ৯৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী পদ্ম ফুল প্রতীকে ৩০ হাজার ৮ শত ৮৪ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজা হোসেন (শিলা) প্রজাপতি প্রতিক পেয়েছেন ২১ হাজার ৯ শত ৭৭ ভোট।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৯১ টি কেন্দ্রে ভোট গ্রহন ভোট গ্রহণ করা হয়। একটি পৌরসভা ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- নওগাঁ ১১ টি উপজেলায় ভাদ্র মাসে প্রচন্ডগরমে বিদ্যুৎতের লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ
- মুন্সীগঞ্জে থানায় আগুন লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে : পুলিশ সুপার
- মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি অপব্যবহার কর্মকাণ্ডের শীর্ষ মহিউদ্দিন সন্ত্রাসীর কারিগর
- চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়
- বিলাইছড়িতে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন
- নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ