শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

স্বস্তিকা ‘ওয়েন ইলেভেন’ নামে বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন

আলতাবানু হচ্ছেন স্বস্তিকা

দৈনিক দ্বীনের আলোঃ
১৬ মে, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ | 144
আলতাবানু হচ্ছেন স্বস্তিকা
১৬ মে, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ | 144

কলকাতার বহুল আলোচিত অভিনেত্রী স্বস্তিকা ঢাকার ‘আলতাবানু জোসনা দেখেনি’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাট্যনির্মাতা হিমু আকরামের পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে স্বস্তিকার নায়ক চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ।ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থা সূত্রেই স্বস্তিকা ও রাজের জুটিবদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনই আনুষ্ঠানিক কোনও বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা।
ছবিটির নির্মাতা হিমু আকরাম ইতিপূর্বে জানিয়েছিলেন, অনেকগুলো লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে আলতাবানু’র বিপরীতে নায়ক হিসেবে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একটা মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাকে নেওয়া হবে। অবশেষে শরিফুল রাজকেই খুঁজে পেয়েছেন নির্মাতা।
জানা গেছে, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টিরিয়াস গল্পের এই ছবিটির দৃশ্যধারণ করা হবে। তারকাবহুল এই ছবিতে স্বস্তিকা ও রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।
জানা যায়, এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামের ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেছিলেন এফ আই মানিক। ‘আলতাবানু জোসনা দেখেনি’ ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়েন ইলেভেন’ নামের আরেকটি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

error: Content is protected !!