শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন

দৈনিক দ্বীনের আলোঃ
৫ জানুয়ারি, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ | 58
ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন
৫ জানুয়ারি, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ | 58

ফেনি প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার চরদরবেশ ইউনিয়ের চরশাহাভিকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় নজরুল ইসলাম পাটোয়ারী নামে ব্যক্তি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে কক্ষে থাকা কম্পিউটারসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, গত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় ওই ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছিল। সস্প্রতি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্ব নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। বিদ্যালয়ের আগুন লাগানোর ঘটনা নির্বাচন বানচালকারীদের কাজ নাকি সভাপতি ও প্রধান শিক্ষকেরর দ্বন্দ্ব জেরে—সেটা খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর।

সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাসনিম হোসাইন বলেন, আগুন দেওয়ার ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

error: Content is protected !!