শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘরের কক্ষ ও আসবাপত্র পুড়ে গেছে

গাজীপুরে মার্কেট ও বসতবাড়িতে আগুন

দৈনিক দ্বীনের আলোঃ
১৬ মে, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ | 99
গাজীপুরে মার্কেট ও বসতবাড়িতে আগুন
১৬ মে, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ | 99

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস গরু কাটা ব্রিজ এলাকায় কয়েকটি মার্কেট ও অর্ধ শতাধিক টিনশেডের কলোনি ঘর আগুনে পুড়ে গেছে।বৃহস্পতিবার (১৬ মে) রাত ৩টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েকজনের জমি ভাড়া নিয়ে নিমাণকৃত মার্কেট ও টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা আরও বেড়ে গেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সংযুক্ত হয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘরের কক্ষ ও আসবাপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

error: Content is protected !!