শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

ডাবের ভেতরে পানি কোথা থেকে আসে জানেন কি?

দৈনিক দ্বীনের আলোঃ
৩ জানুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ | 73
ডাবের ভেতরে পানি কোথা থেকে আসে জানেন কি?
৩ জানুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ | 73

সকলেই জানেন ডাবের পানিতে পেট ঠান্ডা হয়। একে প্রাকৃতিক স্যালাইন ওয়াটাও বলা হয়। গরমে ডাব শরীরকে স্বস্তি দেয়৷

আসলে ডাবের ভিতর যে পানি আসে তা গাছের এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ তার ফলকে পানি সংরক্ষণের জন্য ব্যবহার করে।

নারকেল গাছ শিকড় দিয়ে নিজের ভেতরে পানি টেনে নেয়। এই প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয়। এর মাধ্যমে ডাব গাছের প্রতিটি অংশে পানি পৌঁছায়।

error: Content is protected !!