মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার ১টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

দৈনিক দ্বীনের আলোঃ
২০ আগস্ট, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ | 13
বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার ১টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা
২০ আগস্ট, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ | 13

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন এলাকায় ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!