রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

Anjinara Angur

মিথ্যা কথার জোর বেশি বর্তমান প্রেক্ষাপটে

Anjinara Angur
২১ মার্চ, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ | 95
মিথ্যা কথার জোর বেশি বর্তমান প্রেক্ষাপটে
২১ মার্চ, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ | 95

সত্য সবসময় সত্য। সত্যর সাথে মিথ্যা কখনোই পারেনি পারবেও না সত্যের একটাই গুণ সে অহংকার করতে পারে সে নিজেকে গর্ববোধ করতে পারে এজন্য সত্য সবসময় সত্য। আর যে মিথ্যা কথা বলে তার সব সময় একটা ভয় কাজ করে যেহেতু সে মিথ্যা নিয়ে চলাফেরা করে এর জন্য মিথ্যা কখনোই দাপট দেখাতে পারেনা অহংকার করতে পারে না কারো সাথে চলতেও পারে না এটা হচ্ছে মিথ্যার একটা বিশেষ গুণ। সত্য সবসময় মাথা উঁচু করে চলে। আর মিথ্যার মুখে খ ই ফোটে বেশি কারণ মিথ্যা লোক মাঝে বাঁচতে তো হবে। সত্যের আবেগ দিয়ে নুন ভাত খাওয়া অনেক ভালো আর মিথ্যা আবেগ দিয়ে জীবন চলে না বরং পথে-ঘাটে ধুকে ধুকে মরে। তবে মিথ্যা কথা জোর বেশি বর্তমান প্রেক্ষাপটে। ভালো কথা মানুষের সহ্য হয় না আর মন্দ কথা বাতাসের আগে ছুটে। আমাদের প্রত্যেকের জীবনে সত্য, আবেগ, মনুষত্ব,বিবেক এগুলোর সাথে করে নিয়েই পথ চলা উচিত বলে মনে করি সবাইকে ধন্যবাদ ,রমজানোল মোবারক, কাউকে হার্ট করে কথা বলার ইচ্ছা আমার নেই যার মনের দুর্বলতা সেই বেশি হার্ট হয় ,যাই হোক সবাইকে ধন্যবাদ ♥️❤️♥️🙋 আল্লাহ সর্বশক্তিমান।।

error: Content is protected !!