শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মান্নান শেখ

কবি মান্নান শেখ এর দূর্দান্ত রচনায় জনপ্রিয় মানবাধিকারকর্মী সেহলী পারভীন

দৈনিক দ্বীনের আলোঃ মান্নান শেখ
৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ | 83
কবি মান্নান শেখ এর দূর্দান্ত রচনায় জনপ্রিয় মানবাধিকারকর্মী সেহলী পারভীন
৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ | 83

নাটোর, গুরুদাশপুরের কবি মান্নান শেখ এর দূর্দান্ত রচনায় জনপ্রিয় মানবাধিকারকর্মী সেহলী পারভীন।

শৈল্পিক প্রতিবিম্বে আড়ষ্টতা দূরীভূতে মানচিত্রে উদিত, জাগ্রত মূল্যবোধের কাব্যিক রবি।
কারুকার্যে ভেদেছে সহস্র শতাব্দীর অমানিশা, গন্তব্যের লক্ষ্যে অপ্রতিরোধ্য মানবিক কবি।
নব আঙ্গিকের উত্তাল তটিণীতে নীলতিমির ন্যায়,অনবরত জানান দিচ্ছে সীয় অস্তিত্ব।
সপাটে ভাঙছে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার কপাট বহমান উল্টো স্রোতেও নয় স্তব্ধ।
অন্তর্দৃষ্টি প্রখরতায় আকন্ঠ মানবতা প্রতিষ্ঠিতে, যুদ্ধংদেহী মনোভাবে গৃহীত রূপকল্প।
অনাচার রোধে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ, ইতিহাস নিশ্চিত স্মরণে রাখবে মহাকাব্যিক গল্প।
নির্যাতন নিষ্পেষণ অবজ্ঞা শোষণ উৎপীড়নে, মৌলিক অধিকার বঞ্চিত জাতি।
ছায়ালোক সুহৃদে আলোকবর্তিকার অভুদ্যয়,মানব কল্যাণের প্রাণান্তকর চেষ্টায় ব্রতী।
নিঃসম্বলের স্বাধিকার সংগ্রামে সমর্পিত প্রাণে, ভোগবিলাস দাম্ভিক ঐশ্বর্য সঞ্চয় নস্যি,
জাগতিক মূল্যবোধের কেওক্রাডং তাজিংডং ছুঁয়ে, মাউন্টএভারেস্ট জয়েও দস্যি।
সৃষ্টির কল্যাণে চন্দ্র মঙ্গল মহাকাশ পরিভ্রমণে পিছপা নয়, পাতাল ভেদেও চলবে দুর্গম যাত্রা,
অদম্য উচ্ছ্বাসে সৃষ্টির নতুনত্বে প্রাণের সঞ্চার, নির্ধারিত হয় নিত্যনতুন লক্ষ্যমাত্রা।
অসাধ্য সাধনে প্রাণ সংহার জেনেও বারংবার উপেক্ষা, শতত হিংস্র বিষবাষ্পের রক্তচক্ষু,
অবক্ষয়ী রাষ্ট্র মেরামতে ঐক্যবদ্ধ সংগ্রামে মুষ্টিবদ্ধ, অমানবিক কার্যকারণ প্রতিহতে রুখে দাঁড়ানোই লক্ষ্য।
নির্ভীক সততা প্রাজ্ঞতা বিচক্ষণতা মননশীল চর্চায় আজন্ম, আদর্শিক প্রদীপে দীপ্তিমান।
প্রবাহিত নহরে রুচিশীল সৌন্দর্যের স্পষ্ট সাক্ষরে, সর্বত্র প্রতিধ্বনিত মানবতার জয়গান।
পুঞ্জিত তাড়নায় স্বপ্নীল প্রেরণা রক্তিম শ্রদ্ধার্ঘ্যে ছুঁয়েছি, মনুষ্যত্বের ভাস্কর সুহৃদয় অম্ব।
আক্ষরিক বাস্তবতা, প্রভুর কৃপায় সহস্র বছর মানবিক আনুকুল্য বিলিয়ে যাবে, সুবিন্যস্ত শৈল্পিক প্রতিবিম্ব।