শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মানবাধিকার আমেরিকা, ইউরোপসহ একটি বৈশ্বিক ইস্যু

দৈনিক দ্বীনের আলোঃ
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৭ পূর্বাহ্ণ | 61
মানবাধিকার আমেরিকা, ইউরোপসহ একটি বৈশ্বিক ইস্যু
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৭ পূর্বাহ্ণ | 61

মানবাধিকার আমেরিকা, ইউরোপসহ একটি বৈশ্বিক ইস্যু বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডা ও ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কানাডা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছি। আমি বলেছি যে মানবাধিকার একটি বৈশ্বিক ইস্যু। এটি আমেরিকা, ইউরোপে একটি ইস্যু। কানাডাতে তেমন বড় ইস্যু নয়। তিনি বলেছেন, এটি কাানাডাতেও ইস্যু। আমরা এটি নিয়ে যোগাযোগে আছি। বন্ধু রাষ্ট্রগুলোর মতামতকে আমরা মূল্য দেই।

error: Content is protected !!