শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

দৈনিক দ্বীনের আলোঃ বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
২৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ | 61
পাইকগাছায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
২৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ | 61

পাইকগাছায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ২৯ জানুয়ারি’২৪ সোমবার সকাল ১১টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, উপজেলা সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ দে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল বসেছে। এবারের বিজ্ঞান মেলায় স্মার্ট ভিলেজ, আলট্রা মডার্ন বাংলাদেশ, ডিজিটাল স্মার্ট হেলমেট, ভূমিকম্পের সতর্কতামূলক যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী স্টলগুলোতে স্থান পেয়েছে। উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন।

error: Content is protected !!