সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোহাম্মদ ওসমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

দুবাইয়ে চালু হচ্ছে এয়ার টেক্সিঃ ঘণ্টায় গতি ৩২০ কিলোমিটার

দৈনিক দ্বীনের আলোঃ মোহাম্মদ ওসমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি (দুবাই)
১৭ মার্চ, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 91
দুবাইয়ে চালু হচ্ছে এয়ার টেক্সিঃ ঘণ্টায় গতি ৩২০ কিলোমিটার
১৭ মার্চ, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 91

আধুনিক বিশ্বের লেটেস্ট প্রযুক্তিসমৃদ্ধ আইকনিক শহর দুবাই। নিত্যনতুন নান্দনিক মডেলের ডিজাইন দেখতে পায় দুবাইবাসী। এখানে বসবাসকারী নাগরিক নতুনত্ব দেখে তেমন আশ্চর্য হন না।

কারণ, তাদের লাইফস্টাইল কৃত্রিম প্রযুক্তি দিয়ে ভরা। বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কৃত পণ্য, দুবাই মার্কেটেই বাজারজাত হয়। প্রতিবছর বিশ্বের উন্নয়নশীল দেশের আবিষ্কৃত পণ্য প্রদর্শনী এখানেই চলে।

নিত্যনতুন প্রযুক্তির উৎকর্ষতায় দুবাই এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এবার দুবাইয়ে চালু হচ্ছে এয়ার টেক্সি। দেশটির বিমানবন্দর থেকে পাম জুমেরাহ যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। এয়ার ট্যাক্সিগুলো ২০২৬ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।

বৈদ্যুতিক শক্তিতে চলমান এয়ার টেক্সি রিচার্জ করতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সিইও আহমেদ বাহরোজিয়ান গণমাধ্যমকে বলেন, ৩২০ কিলোমিটার ঘণ্টায় সর্বোচ্চ গতিতে চলা এয়ার ট্যাক্সিগুলো দুবাই বিমানবন্দর এবং পাম জুমেইরার মধ্যে ভ্রমণের সময় লাগবে মাত্র ১০ মিনিট।

তিনি আরও বলেন, এয়ার টেক্সিগুলো আমিরাতের মধ্যে বিভিন্ন যাত্রী নেওয়ার জন্য উপযুক্ত। এটি আমাদের আন্তঃআমিরাত ভ্রমণ করতে যোগাযোগব্যবস্থায় নতুন সংযোজন। এ সেবাটি প্রাথমিকভাবে দুবাই রুটে কাজ করবে।