সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

সহঃ বার্তা সম্পাদকঃ দৈনিক দ্বীনের আলো

আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলেন রাজিবুল করিম রোমিও

সহঃ বার্তা সম্পাদকঃ দৈনিক দ্বীনের আলো
৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৮ পূর্বাহ্ণ | 395
আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলেন রাজিবুল করিম রোমিও
৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৮ পূর্বাহ্ণ | 395

সহঃ বার্তা সম্পাদকঃ দৈনিক দ্বীনের আলো

আলহামদুলিল্লাহ, ❏ রবিবার ❏ ৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ❏ ২১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ (বাংলাদেশে) ❏ ২২ রজব ১৪৪৫ হিজরি, পুত্র সন্তানের বাবা হয়েছেন রাজিবুল করিম রোমিও ভাই। 

গত রবিবার সকাল ১১ঃ০৫ ঘটিকায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সদর হাসপাতালে সন্তান জন্ম দেন তার স্ত্রী, মোছাঃ রেশমা সরকার (২৯)। এ তথ্য নিশ্চিত করেছেন রাজিবুল করিম রোমিও ভাই নিজেই। আল্লাহর রহমতে, মা এবং সন্তান উভয়ে ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রাজিবুল করিম রোমিও ভাই দুই কন্যা সন্তানের পিতা। তারা হলো, বড় কন্যা, মোছাঃ রাফাইদা সরকার (০৮) এবং ছোট কন্যা, মোছাঃ রাজিতা সরকার (০৬)।

এদিকে রাজিবুল করিম রোমিও ভাইয়ের গ্রামের বাড়ি বৃদ্ধমরিচ, ভাংগুড়া, পাবনাতে এই সংবাদে তার পরিবারসহ স্থানীয় এলাকাবাসীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন।

মিসেস লায়লা করিম দাদী হওয়ার অনুভূতি ব্যক্ত করে রাজিবুল করিম রোমিও ভাইয়ের মা মিসেস লায়লা করিম দৈনিক দ্বীনের আলো কে বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে নতুন অতিথি আসায় আমরা সবাই খুশি। আপনারা তার জন্য দোয়া করবেন।

রাজিবুল করিম রোমিও ভাই দৈনিক দ্বীনের আলো কে বলেন, আলহামদুলিল্লাহ, নতুন অতিথির আগমন (সরকার আর রহমান)। সে যেন মানুষের উপকারে কাজে লাগে। মানুষের উপকারের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিতে পারে। সে মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা রইল। আমার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।