বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

এ এস এম সাদেকুল ইসলাম

বিজয়ের গান

দৈনিক দ্বীনের আলোঃ এ এস এম সাদেকুল ইসলাম
২৯ জানুয়ারি, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ | 40
বিজয়ের গান
২৯ জানুয়ারি, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ | 40

এসো আজ সমস্বরে বিজয়ের গান গাই,
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর
মনের পিঞ্জরে করে দেই ঠাঁই।

আমাদের পতাকা বিজয়ী নিশান,
চির স্মরণীয় তারা’ই
এ মহান বিজয় যারা
করে গেছে দান।

ত্রিশ লাখ শহীদের তাজা রক্তদেহ-
শ্রদ্ধা নিবেদিত তাদের প্রতি’ও পরিবার সহ
তাদের প্রতি চিরঋণি মোরা
তারা যে বাংলা মায়ের সন্তান,
দেশপ্রেম আর মাটির ভালোবাসায়
তারা চির অম্লান।

এসো মুক্তিযোদ্ধা কি’কেনো হয়েছিলো?
সঠিক চেতনায়- সত্য জানি,
এসো ভালোবাসি মা- ভালোবাসি মাটি
ভুলে গিয়ে সব অতীত গ্লানি।।

বিজয়ের গান আবার তোমরা
বজ্রকন্ঠে গাও,
দেশপ্রেম আর স্বাধীনচেতায়
দিব্যি শপথ নাও।

error: Content is protected !!