শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল

সুন্দর একটি সন্ধা উপহার পাবে মসদই গ্রামবাসী

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল
২৯ জানুয়ারি, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ | 28
সুন্দর একটি সন্ধা উপহার পাবে মসদই গ্রামবাসী
২৯ জানুয়ারি, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ | 28

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার সুনামধন্য মসদই গ্রামে ০৮/০২/১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন মনিরুল ইসলাম কবির।
মনিরুল ইসলাম কবির
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাহেব এ-র আস্তাভাজন ছোট ভাই,
সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি
সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলে নুর তাপস সাহেবের একান্ত সহকারী সচিব মোঃ মনিরুল ইসলাম কবির। এবারো খেলাধুলা নিয়ে মসদইবাসীকে বিভিন্ন মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করিয়েছে। আগামী ০২/০৩/২০২৪ইং রোজ শনিবার মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস টুনামেন্টের ফাইনাল খেলার দিন তারিখ ঠিক করা হয়েছে। বিগ বাজেটের বিগ শুভ সন্ধা মসদইবাসীকে উপহার দিবে আয়োজক কমিটি ও মনিরুল ইসলাম কবির । তার এ-ই সুন্দর কাজ সুন্দর আয়োজন দেখে মসদই বাসী তাঁকে নিয়ে গর্ব করেন। তার কাজের জন্য শুভকামনা সেই সাথে আল্লাহর কাছে তারজন্য সুস্থতা কামনা করেন তার এলাকাবাসী।মনিরুল ইসলাম কবির তার নিজ এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন মনিরুল ইসলাম কবির। নিজ গ্রামে খেলাধুলা বিনোদনের জন্য প্রতি বছর মসদই মাঠে টেপটেনিস ক্রিকেট খেলার আয়োজন করে থাকে। বরাবরই তার প্রধান পৃষ্ঠপোষকতা মসদই গ্রামবাসী আয়োজিত মনিরুল ইসলাম কবির এর একক পৃষ্ঠপোষকতায় শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। যা সারা বাংলাদেশে সবচেয়ে সুন্দর বড় আসর ও মিনি বিশ্বকাপ বলে পরিচিত লাভ করেছে। এবারো মসদই গ্রামবাসীকে নিয়ে শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যা চলমান রয়েছে। এ-ই টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ০২/০৩/২০২৪ রোজ শনিবার সেই দিন সুন্দর একটি সন্ধা উপহার দিবেন মনিরুল ইসলাম কবির।

error: Content is protected !!