বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ

এনায়েতপুর বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুদ রানা, সম্পাদক মোফাজ্জল

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২৮ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ | 329
এনায়েতপুর বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুদ রানা, সম্পাদক মোফাজ্জল
২৮ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ | 329

সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ধুলিয়াবাড়ি হাজী আব্দুল কুদ্দুস জুনিয়র হাই স্কুলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে মাসুদ রানা তার হরিণ প্রতিকে ৫৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক তার চেয়ার প্রতিকে ৩৩২ ভোট পান। সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডা. মোফাজ্জল হোসেন নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে সাংবাদিক মুক্তার হাসান তার দোয়াতকলম প্রতিকে ৫০৭ ভোটে জয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল তার বাইসাইকেল ২৩৮ ভোট পেয়েছেন।

এছাড়া সদস্য পদে হাবিবুর রহমান হাবুল, আলাউদ্দিন, আব্দুল আলীম, মহির উদ্দিন, শহীদ হোসেন ও সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৭১ জন। নির্বাচন কমিটির সভাপতি চৌহালী উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দীন বন্ধু মৃধা এ ঘোষনা দেন।

error: Content is protected !!