শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

প্রবাসের সংগ্রামী জীবনের কথা জানালেন নিপুণ

দৈনিক দ্বীনের আলোঃ
১১ জানুয়ারি, ২০২৪, ৪:০৩ পূর্বাহ্ণ | 68
প্রবাসের সংগ্রামী জীবনের কথা জানালেন নিপুণ
১১ জানুয়ারি, ২০২৪, ৪:০৩ পূর্বাহ্ণ | 68

দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা ও মডেল নিপুণ এবার নিজের সংগ্রামী প্রবাস জীবনের কথা সামনে আনলেন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত এই সাধারণ সম্পাদক সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে তার অতীত আমেরিকা প্রবাস জীবনের কথা বলেন। ওই সময় তার সঙ্গে ছিলেন তার বড় বোন ইংল্যান্ড প্রবাসী চিকিৎসক ও গায়িকা পলিন। নিপুণ এবং পলিন – দুই বোন আবেগীয় ভাষায় অশ্রু সজল নয়নে কথাগুলো বলেন।
নিপুন জানান, মেয়ে তানিশাকে নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে সামিল হন তিনি। আমেরিকায় প্রবাস জীবনে নিজের থাকার জায়গা না থাকায় বড় বোন পলিনের এক বান্ধবীর বাসায় মেয়েকে নিয়ে ওঠেন নিপুণ।
এই প্রসঙ্গে নিপুণ বলেন, তানিশাকে নিয়ে ওই সময় আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। এরপর আমি বড় একটি কফি শপে চাকরি পেয়ে যাই। তিনি আরও বলেন, আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সাফল্য আসবে না।
নিপুণ বর্তমানে বনানীতে অবস্থিত টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের একটি অভিজাত বিউটি পার্লার পরিচালনা করছেন। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। সম্প্রতি টিউলিপ নেইলস অ্যান্ড স্পা এর এক দশক পূর্তি হয়েছে। সবকিছু মিলিয়ে নিপুণ ক্যারিয়ার, সন্তান ও ব্যবসা নিয়ে বেশ সফল একজন নারী। তার একমাত্র মেয়ে তানিশা বর্তমানে আমেরিকার একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

error: Content is protected !!