মডেল : জারিন ইসলাম
গরমে ত্বকের ঘরোয়া যত্ন
চলছে তীব্র গরম, এই সময়ে ত্বকের বিশেষ রুপচর্চা প্রয়োজন হয়। সূর্যের তাপ এবং ধুলাবালুর কারণে এই সময়ে ত্বকের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। কীভাবে নেবেন সেই বাড়তি যত্ন – সেই উপায়গুলো নিয়েই এই প্রতিবেদন। কীভাবে গরমে ত্বকের যত্ন নিবেন, চলুন জেনে নেওয়া যাক সেসব উপায় :
#নিমপাতার রস :
ত্বকে ঘামাচি হলে এই গরমে ত্বকের যত্ন নিতে নিমপাতার রস লাগালে ভালো ফল পাওয়া যাবে। এই সময়ে তেঁতো জাতীয় খাবার খান। আর ঘাম ও ঘামাচি বেশি হলে ট্যালকম পাউডারের সাথে এক চিমটি খাবার সোডা ব্যবহার করুন।
#শসার প্যাক :
তীব্র গরমের প্রভাবে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই এই সময়ে সুন্দরীদের রূপচর্চা করা জরুরী। ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ পরিষ্কার করতে হবে। শসা বাটা এবং মসুরের ডাল বাটা দুটো পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের তেলতেলে ভাব কেটে যাবে।
#ময়শ্চারাইজিং ফেইস প্যাক :
গোলাপের পাপড়ি, খেঁজুর, দুধে ভিজিয়ে রাখুন। ২/৩ ঘণ্টা পেস্ট করে চন্দনের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। পরে ঠাণ্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ হবে। এছাড়া কমলালেবুর রস ভালো ময়েশ্চার এর কাজ করে। এর সঙ্গে দুধ ও ময়দা মিশিয়ে মুখের ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ত্বকে যদি অতিরিক্ত খসখসেভাব থাকে, তাহলে রাতে ঘুমানোর সময় ত্বক পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। সকালে ধুয়ে ফেলুন, ভালো উপকার পাবেন। এটা সারা বছরই ব্যবহার করতে পারেন।
#রোদে পোড়াভাব দূরীকরণ :
লাউয়ের রস, তরমুজের জুস বরফ করে মুখে ঘষুন। এতে ত্বকের রোদে পোড়াভাব দূর হবে। সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মোলায়েম।
#তৈলাক্ত ত্বকের প্যাক :
গরমে তৈলাক্ত ত্বক দ্রুত ঘেমে যায় ও ময়লা দ্রুত শুষে নেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শসার রস পরিমাণমতো, আধা চা চামচ লেবুর রস, আধা চামচ গোলাপ জলে মিশিয়ে লোশনের মতো মুখে লাগিয়ে আধা ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে অন্তত চার-পাঁচ দিন করুন। ফল ফল পাওয়া যাবে।
#ফুসকুড়ি এড়াতে প্যাক :
গরমে অনেকের ত্বকে ফুসকুড়ি বের হয়। এটা এড়াতে দইয়ের সাথে হলুদ বা নিমপাতা বাটা মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এছাড়া খানিকটা লাউ থেঁতো করে এর সাথে তুলসী পাতা এবং চালের গুঁড়ো মিশিয়ে লাগাতে পারেন। এতে ফুসকুড়ি হবে না। সেইসঙ্গে এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।
#ওটস এর প্যাক :
চলমান ভ্যাপসা গরমে ত্বকে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে সিদ্ধ ওটস্, ডিমের সাদা অংশ, লেবুর রস এবং থেঁতো করা আপেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে দারুন ফল পাওয়া যাবে।
#ব্রণ এর জন্য প্যাক :
এই গরমে ব্রণের মাত্রা বেড়ে যায়। ব্রন এড়াতে সপ্তাহে তিন, চার বার চিরতার পানি এবং দুই-তিনটি কাঁচা হলুদ ও আখের গুঁড় খেতে পারেন। সব সময় মুখ পরিষ্কার রাখবেন। নিমপাতা, হলুদ, চিরতা ও মুলতানি মাটি এক সঙ্গে মিলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলেও এটা থেকে উপকার পাওয়া যাবে।
#সানস্ক্রিন :
গরমের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সানস্ক্রিন। রোদ থেকে রক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। বিশেষ করে চোখের নিচের নমনীয় ত্বকের জন্য মেডিকেটেড সানস্ক্রিন এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলবিহীন সানস্ক্রিনই ব্যবহার করতে হবে। রোদে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন লোশন ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর অর্থাৎ এসপিএফ অন্তত ১৫ হয়।
#ক্রিম :
শুষ্ক ত্বকের খসখসেভাব দূর করার জন্য এবং বলিরেখা থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় ক্রিম ব্যবহার করা উচিত। অবশ্য ক্রিম এর বদলে বেবি লোশনও ব্যবহার করতে পারেন। তবে গরমের দিনে ক্রিম হতে হবে তেলবিহীন। নতুবা ক্রিম এর অতিরিক্ত তেল গরমে আরও বেশি সমস্যা তৈরি করবে।
সর্বশেষ
- কুষ্টিয়ায় এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
- সাঘাটা উন্নয়ন সংস্থা কতৃক আল কোরআন শরিফ বিতরণ ও বৃক্ষরোপণ
- মানবসেবার নামে অপকর্ম ও অর্থ লোপাট (পর্ব-১)
- বাংলাদেশী বৃহত্তম বীমা শিল্প ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে কর্তৃক আয়োজিত, প্রিমিয়ামের মেয়াদ পূর্তিতে চেক প্রদান অনুষ্ঠিত
- নগর জীবনে শান্তির স্বর্গ
- সাংবাদিক মাসুদুর রহমানের ছোট মেয়ের শুভ জন্ম দিন আজ
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ