সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দৈনিক দ্বীনের আলোঃ আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি
১০ জানুয়ারি, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ | 66
পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১০ জানুয়ারি, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ | 66

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১০জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ আয়োজনে ১০ জানুয়ারি বুধবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা , জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার করেন।