শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

সালমা আক্তার দাউদ কান্দি (কুমিল্লা)

কুমিল্লা-১ আসনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর

দৈনিক দ্বীনের আলোঃ সালমা আক্তার দাউদ কান্দি (কুমিল্লা)
৯ জানুয়ারি, ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণ | 46
কুমিল্লা-১ আসনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর
৯ জানুয়ারি, ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণ | 46

কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর বিপুর ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে।

নৌকা প্রতীকের প্রার্থীর দুই উপজেলায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৯৭৩৮ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান পেয়েছেন ২৩৬৭৩ ভোট।

ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিজয়ী হওয়ার পর এক বক্তব্য দাউদকান্দি-তিতাসের জনগণসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি এই দুই উপজেলাকে নিরাপদ ও স্মার্ট উপজেলায় রুপ দেওয়ার কথা বলেন।

দুই উপজেলার সকলকে আগামীর দিনগুলোতে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান করেন তিনি। এই দুই উপজেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার কথাও জানান বক্তব্যে।

error: Content is protected !!