শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

নারায়ণগঞ্জে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী

দৈনিক দ্বীনের আলোঃ
৬ জানুয়ারি, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ | 48
নারায়ণগঞ্জে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী
৬ জানুয়ারি, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ | 48

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নির্বাচনের আগের দিন সরে দাঁড়ালেন তিনি।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কেএম আবু হানিফ হৃদয়।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রচারণার শুরু থেকে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু তার চরিত্রহনন, গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রচারণা থেকে দূরে সরে থাকতে বলেছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কেএম আবু হানিফ হৃদয় আরও বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটি গ্রামে কাউকে এজেন্ট না থাকার জন্য ভয়ভীতি-আতঙ্ক সৃষ্টি করছেন। হুমকিতে ভয় পেয়ে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নন। এছাড়াও অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার পরিকল্পনা করছে তারা। এ কারণে নির্বাচন বর্জন করছি।

error: Content is protected !!