বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

নারায়ণগঞ্জে বাস থেকে টাইমবোমা উদ্ধার

দৈনিক দ্বীনের আলোঃ
৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 92
নারায়ণগঞ্জে বাস থেকে টাইমবোমা উদ্ধার
৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ | 92

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহন থেকে এটি উদ্ধার করা হয়।

বাসটির সুপার ভাইজার হাসান জানান, রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে এক যাত্রী বাসে ওঠেন। পথে গাড়ির সুপারভাইজার গাড়িতে কতগুলো সিট খালি আছে, সেটি গণনা করতে শুরু করেন। এ সময় তিনি গাড়ির পেছনের সিটে একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। ওই সিটে কোনো যাত্রী ছিল না। যে ব্যাগে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার হয়েছে, সেই ব্যাগের যাত্রী রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে উঠেছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক (ওসি) জানান, বেঙ্গল পরিবহন থেকে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষার পর নিশ্চিত করে, এটা টাইম বোমা ছিল। বোমাটি বিস্ফোরিত হলে বাসে আগুন ধরে যেত ও প্রাণহানিরও আশঙ্কা ছিল।

error: Content is protected !!