শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

রতনকান্দি ইউনিয়নের নৌকাকে বিজয়ী করতে প্রচারণা শেষ দিনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

দৈনিক দ্বীনের আলোঃ
৫ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ | 26
রতনকান্দি ইউনিয়নের নৌকাকে বিজয়ী করতে প্রচারণা শেষ দিনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 
৫ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ | 26

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আগামী ৭ জানুয়ারি-২০২৪ খ্রীঃ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদরের একাংশ, কাজিপুর নির্বাচনী এলাকায় প্রচারণায় শেষ দিনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ১ নং রতনকান্দি ইউনিয়নের ৭ নং
ওয়ার্ডে আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

সিরাজগঞ্জ -১ ( কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সমর্থনে নির্বাচনী প্রচার প্রচারনার শেষ দিনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১ নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে

বৃহস্পতিবার (৪ জানুয়ারি -২০২৪) সন্ধা রাতে ৭ নং ওয়ার্ডের মডেল খ্যাত গ্রাম হরিনা গ্রামে। এপ্রচারণা ও উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন ব্যবসায়ী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মীরা ও সর্বসাধারণ মানুষেরা অংশ গ্রহন করে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কা, তানভীর শাকিল জয়ের মার্কা নৌকা মার্কা , ৭ জানুয়ারির মার্কা নৌকা মার্কা, আমার তোমার মার্কা নৌকা মার্কা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, শ্লোগানে মুখরিত করে তোলে এই উঠান বৈঠক।

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন,কুড়িপারা আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের অধ্যক্ষ এস এম কামরুজ্জামান, ১ নং রতনকান্দি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম উদ্দিন শেখ এর পরিচালনায় বক্তব্যে রাখেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম, মোঃ বুলবুল আহমেদ ভূট্ট,
শুভেচ্ছা বক্তব্য রাখেন, হরিনা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ রফিকুল ইসলাম,সাবেক ইউপি সদস্য মোঃআবুল কালাম আজাদ, ডাক্তার শংকর কুমার তালুকদার,মোঃ জাহাঙ্গীর আলম,অসিম কুমার রায়,মোঃ শামীম, মোঃ আক্তার হোসেন সহ আরো অনেকে উপস্থিতছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন – আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনের দিন নৌকা মার্কায় ভোট দিন সবাই নৌকা মার্কায় ভোট দেবার তাগিদ দিবেন।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এর মাধ্যমে আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো যা টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে।

error: Content is protected !!