সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

নৌকার পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

দৈনিক দ্বীনের আলোঃ
৫ জানুয়ারি, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ | 64
নৌকার পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
৫ জানুয়ারি, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ | 64

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুলের জন্য নৌকায় ভোট চাওয়ায় অভিযোগে নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া সরকারি মাঠে এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুলের জন্য বিএনপির নেতা ছিদ্দিক আলী মিষ্টু ভোট চান। পরে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করেন।