বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ভোট নিয়ে ইসলামী আন্দোলনের বিবৃতি

দৈনিক দ্বীনের আলোঃ
৪ জানুয়ারি, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ | 76
ভোট নিয়ে ইসলামী আন্দোলনের বিবৃতি
৪ জানুয়ারি, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ | 76

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দলের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিসমূহের মধ্যে আছে- ৭ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন ভেঙে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তপশিল পুনরায় ঘোষণা করতে হবে এবং বিরোধীদলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, এমনকি পাতানো নির্বাচনও না। আসন্ন নির্বাচনটি পাতানো। এখানে নৌকা, ঈগল, ট্রাক ইত্যাদি যা আছে সবাই আওয়ামী লীগের। এমনকি লাঙ্গল, সোনালি আঁশ, নোঙরও তাদের আশীর্বাদপুষ্ট। তারপরও এই নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বহু জায়গায়। নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই, মর্মে ভোটারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অহরহ।

error: Content is protected !!