বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

ভোটের দিন যান চলাচলে যে নির্দেশনা দিলো বিআরটিএ

দৈনিক দ্বীনের আলোঃ
৪ জানুয়ারি, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ | 82
ভোটের দিন যান চলাচলে যে নির্দেশনা দিলো বিআরটিএ
৪ জানুয়ারি, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ | 82

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই দিন যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (৬ জানুয়ারি) রাত ১২টা থেকে রোববার (৭ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না।

সেই সঙ্গে আগামী শুক্রবার (৫ জানুয়ারি) রাত বারোটা থেকে সোমবার (৮ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না।

error: Content is protected !!