শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

নাজির হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ষড়যন্ত্র করে নৌকার বিজয় ঠেকাতে পারবে নাঃ ফিরোজ আহমেদ স্বপন

দৈনিক দ্বীনের আলোঃ নাজির হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
২ জানুয়ারি, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ | 33
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ষড়যন্ত্র করে নৌকার বিজয় ঠেকাতে পারবে নাঃ ফিরোজ আহমেদ স্বপন
২ জানুয়ারি, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ | 33

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১তালা কলারোয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননন্দিত নেতা বলেছেন, ‘নৌকার পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে। এই গণজাগরণ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ধরে রাখতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কারনে সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত। এ বিজয় ঠেকাতে টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা কেউ করবেন না। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করবেন। তালা কলারোয়া বাসি নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছে-তাতে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে প্রদান করবে জনতা।’
সোমবার বিকালে কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ফুটবল ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম লাল্টু , উপজেলা ভাইসচেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, তরুন যুবলীগ সভাপতি মাসুম, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন এর চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক চেয়ারম্যান মনিুরল ইসলাম সহ তালা কলারোয়া উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠান টির সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল।

error: Content is protected !!