রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
নৌকায় ভোট দিলে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দিবে: হাবিবুন নাহার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর বাকী মাত্র পাঁচ দিন। সারাদেশে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দারে দারে। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিভিন্ন দলের ছয়জন ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের কথা বলতে গেলে বলে শেষ করা সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজ ক্ষুদ্র বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিএনপি জামায়াত জোট সরকার এদেশের মানুষকে শুধু নির্যাতন ও নিষ্পেষণ করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশের হাল ধরার পর শুরু হয় দেশের উন্নয়ন কাজ। বাগেরহাট-৩ আসনে চলত সন্ত্রাসের রাজত্ব। সেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের জন্য আমাদের নারীরা রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা সাধারণ মানুষের সম্পদ লুট করে নিয়ে যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই সন্ত্রাসীদের এলাকা থেকে বিতাড়িত করেছে। তাদের সময়ে কোন উন্নয়ন তারা করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের অঞ্চলের প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের নারীদের জন্য শেখ হাসিনা মোংলায় ইপিজেড নির্মান করে দিয়েছে। বর্তমানে সেখানে আট হাজারেরও বেশি নারী পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে। শেখ হাসিনা দেশের জন্য পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে, যা এদেশের মানুষের জন্য ছিল স্বপ্ন। শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত করেছে। নারীদের সব জায়গায় সমান অধিকার দিয়েছে। দেশের নারীরা এখন কোন জায়গায় পিছিয়ে নেই। শেখ হাসিনা নারীদের মাতৃত্বের অধিকার দিয়েছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। এদেশের জনগণ আর ঐ পাকিস্তানি পরাজিত শক্তির হাতে এ দেশে তুলে দিবে না। প্রধান অতিথি সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আপনারা নৌকায় ভোট দিন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিবে।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা লায়ন ইকবাল লতিফ সোহেল, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী রাশেদুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, যুবলীগ নেতা মল্লিক মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আশিক শেখ, শেখ আল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ খালিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, মো. আব্দুল্লাহ ফকির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আব্দুস সবুর।
জনসভা শুরু হওয়ার আগে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে দুই হাজারেরও বেশি মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- নওগাঁ ১১ টি উপজেলায় ভাদ্র মাসে প্রচন্ডগরমে বিদ্যুৎতের লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ
- মুন্সীগঞ্জে থানায় আগুন লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে : পুলিশ সুপার
- মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি অপব্যবহার কর্মকাণ্ডের শীর্ষ মহিউদ্দিন সন্ত্রাসীর কারিগর
- চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়
- বিলাইছড়িতে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন
- নওগাঁয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ