বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

দৈনিক দ্বীনের আলোঃ
১ জানুয়ারি, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ | 33
ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা
১ জানুয়ারি, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ | 33

জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলার নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ভোট দেওয়ার অধিকার এটি একটি মানবাধিকার অধিকার। এদেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সকলেই নিরাপত্তার সাথে নিজ ভোট দিতে পারবে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনের প্রার্থী সহ প্রার্থীদের প্রতিনিধিরা।

error: Content is protected !!