বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

দিঘির জলে

হুমায়ুন আহমেদ
২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ | 66
দিঘির জলে
২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ | 66

দিঘির জলে কার ছায়া গো ??
দীঘির জলে কার ছায়াগো?
তোমার নাকি আমার?
তোমার কি আর মন চায় না
এই কথাটা জানার?
বন পারুলের ফুল ফুটেছে
সুবাস আসে ঘরে
সেই সুবাসে শরীর কাঁপে
মন যে কেমন করে।
সাঁঝের বেলায় নেমে আসে
মধ্যরাতের আঁধার।
আমি চলে যাই নদীর কাছে
সময় হলো কাঁদার।
নদীর জলে কার ছায়াগো
তোমার নাকি আমার?