শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

নিউইয়র্কে প্রতি ঘণ্টার মজুরি ৪৫ ডলার হলে আমরাও করব: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ | 82
নিউইয়র্কে প্রতি ঘণ্টার মজুরি ৪৫ ডলার হলে আমরাও করব: পররাষ্ট্রমন্ত্রী
২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ | 82

সিলেট নগরীর দরগাহ গেট এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন। ছবি: ইউসুফ আলী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নিউইয়র্কে প্রতি ঘণ্টায় মজুরি ১৫ ডলার। তারা যদি বাড়িয়ে ৪৫ ডলার করতে পারে তখন আমরাও তাদের পথ অবলম্বন করব। উচ্চ মূল্যস্ফীতির কারণে আমেরিকার মানুষ কষ্ট পাচ্ছে।’

আজ বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী প্রচার শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। দুপুরে শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না। আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।’

নৌকা বাংলার জনগণের আস্থার প্রতীক দাবি করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

error: Content is protected !!