বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সেডে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশার লিফলেট বিতরণ

দৈনিক দ্বীনের আলোঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ | 133
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সেডে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশার লিফলেট বিতরণ
২১ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ | 133

মোঃ আফতাবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

আজ ২১/১২/২০২৩ রাজশাহী সদর দলিল লেখক সমিতির বারে /সেডে রাজশাহী-২ আসনে নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকের লিফলেট বিতরণ করেন এসময় তার সাথে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হক, সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লা মলার,সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । রাজশাহী-২ আসনে ১৪দল সমর্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।জানা গেছে, গত সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশা । তিনি সাংবাদিকদের বলেন আমি শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই আমি নির্বাচনে এসেছি আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।এদিকে একই আসনে ১৪দল সমর্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার হেভিওয়েট প্রার্থী তিন বারের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সক্রিয় ভাবে রয়েছেন ভোটের মাঠে। এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ভোট যে কেউ করতে পারে, এটা সবার গণতান্ত্রিক অধিকার। তিনি আরো বলেন আমি যখন নৌকার মাঝি হয়েছি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা ও বিশ্বাস করে আমার হাতে নৌকা তুলে দিয়েছেন সেই নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

error: Content is protected !!