বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

খাগড়াছড়িতে হরতালে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:১৬ পূর্বাহ্ণ | 44
খাগড়াছড়িতে হরতালে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:১৬ পূর্বাহ্ণ | 44

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি পৌর বিএনপির সাবেক সভাপতি জহির আহমেদের নেতৃত্বে পিকেটিং চলাকালে ৪টি পাথর বোঝাই ট্রাক ভাংচুর হয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ডিবি পুলিশের ওসি মো: সামসুজ্জামান বলেন, পিকেটাররা গাড়ি ভাংচুর করছে এমন খবর পেয়ে পিকেটারদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

এ দিকে সকালে হরতালের সমর্থনে খাগড়াছড়ি শহরে শহীদ কাদের সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল, কলেজ গেইট এলাকায় জেলা ছাত্রদল, মহিলা কলেজ সড়কে উপজেলা বিএনপি, মহালছড়িতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও লক্ষ্মীছড়িতে যুবদল ও ছাত্রদলে উদ্যোগে মিছিল ও পিকেটিং হয়েছে।

error: Content is protected !!