শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মৌলভীবাজারের কমলগঞ্জ চা বাগানে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর স্বর্ণালংকার চুরি

দৈনিক দ্বীনের আলোঃ
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ | 130
মৌলভীবাজারের কমলগঞ্জ চা বাগানে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর স্বর্ণালংকার চুরি
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ | 130

 

অজিত দাস মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানের দেওচড়া ডিভিশনের একটি সার্বজনীন মন্দিরে রাতের আঁধারে গেইট ভেঙ্গে প্রতিমা ভাঙচুর স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত সকালে পূজা করতে আসলে দেখতে পান মন্দিরের প্রথম গেইট তালা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখতে পান কালী মূর্তির মাথার চূড়া ও শিবের একটি হাত ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে আছে ও স্বর্ণালংকার কিছুই নেই।

পুরোহিত সাথে সাথে এলাকাবাসীকে খবর দিলে ৮নং ইউপি সদস্য মহনলাল মেম্বার, এসে বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন শমসেরনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক কাওসার আহমেদ কে মুঠো ফোনে দিলে উনারা খবর পেয়ে তাড়াতাড়ি দেওচড়া সার্বজনীন কালী মন্দিরে এসে দেখতে পান ঘটনা সত্য।

এ বেপারে কমলগঞ্জ থানায় মুঠো ফোনে খবর দিলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ একটিম পুলিশফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন তারা বলেন আসামি যেই হোক না কেন অল্প দিনের ভিতরে গ্রেফতার করে আনবো।

error: Content is protected !!