শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

‘পানওয়ালি’ আসছে ভালোবাসা দিবসে

দৈনিক দ্বীনের আলোঃ
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ | 110
‘পানওয়ালি’ আসছে ভালোবাসা দিবসে
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ | 110

কণ্ঠশিল্পী শামস ভাই ও ইবনাত সালমা’র গাওয়া নতুন গান ‘পানওয়ালি’। সুহেল খানের কথায় গানটির সুর করেছেন এ এন ফরহাদ ও এইচ আর ফারদিন খান এবং সঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। গানে র‍্যাপ করেছেন এম আর রিজান। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও নাফিসা নুসরাত প্রনমি। আর ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা রাজ বিশ্বাস শংকর। কোরিওগ্রাফী করেছেন রোহান বেলাল।
গানটি নিয়ে গীতিকার সুহেল খান বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।
নির্মাতা রাজ বিশ্বাস শংকর জানান, গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।
জানা গেছে, গানটি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এসএলকে মিউজিক চ্যানেলে প্রকাশ পাচ্ছে।

error: Content is protected !!