শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

৭৮ -কুষ্টিয়া ৪ আসনের এমপি আব্দুর রউফ কে নিয়ে কবিতা লিখলেন : তরুন নেতা শেখ নাসির

দৈনিক দ্বীনের আলোঃ
৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ণ | 266
৭৮ -কুষ্টিয়া ৪ আসনের এমপি আব্দুর রউফ কে নিয়ে কবিতা লিখলেন : তরুন নেতা শেখ নাসির
৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ণ | 266

 

শেখ নাসির কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুমারখালী খোকসার মহান বীরপুরুষ এমপি আব্দুর রউফ ভাই.
কুমারখালী খোকসা যেন আজ মডেল টাউন যেদিকে তাকাই।

জনপ্রিয়তায় হয়েছেন তিনি সংসদ সদস্য
কুমারখালী খোকসার সকল উন্নয়ন তাহার হাতের সংস্পর্শ

মুক্তিযুদ্ধে গিয়েছেন তিনি জীবন রেখে বাজি.
দেশের তরে বিলিয়ে দিতে প্রাণ এখনো তিনি রাজি।

বক্তৃতা তার অনেক মধুর বলেন নীতি কথা.
দেশকে অধিক ভালবাসেন যেন নিজের আপন মাতা।

বহুদিন থেকে তিনি করছেন রাজনীতি.
বাংলার বুকে কেউ খুঁজে পায়নি তাহার একটি টাকার দুর্নীতি।

চরিত্র তার পবিত্র যেন গোলাপ ফুলের মতো.
হৃদয় তাহার বিশাল আকাশ মন যে ভালো কত।

জাতির পিতার আদর্শ তাহার দেন জ্বালাময়ী সেই ভাষন.
কুমারখালী খোকসার মাটিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আইনের সুশাসন।

নেতাকর্মীদের ভাবেন আপন যেন নিজের ভাই.
তাহার মত মহান নেতা কুমারখালী খোকসা তে আর নাই।

ন্যায়ের পথে অটল তিনি প্রশ্রয় না হিদেন অন্যায়ের.
জীবন দিয়ে চেষ্টা করেন সেবা করতে জনগণের।

বিদ্যুতায়ন রাস্তা কালভার্ট স্কুল ভবন তাহার হাতে গড়া.
কুমারখালী খোকসার কভু হয়নি উন্নয়ন রউফ ভাই কে ছাড়া।

গরীব ছাত্রদের করেন সাহায্য দেন বই খাতা.
কোথায় গেলে পাবে আর এমন ভালো নেতা।

শিক্ষা ক্ষেত্রে রয়েছে তার দুরন্ত অগ্রগতি.
তিনি পারেন রক্ষা করতে সকল প্রতিশ্রুতি।

তিল কে তিনি তাল করেন না যদিও পান কম.
কুমারখালী খোকসা তে উন্নয়ন করেন দিয়ে গায়ের শ্রম।

তাইতো বলি তোমাদের থেকো না আর দুরে.
পাবেনা এমন ভালো নেতা হাজারো লোকের ভিড়ে।

এলাকার জন্য জীবন দিয়ে যিনি করছেন এত লড়াই.
ঝরবে মোদের চোখের জল তাকে যদি কভু হারাই।

আজকে মোরা করব শপথ নতুন দিনের তরে.
ছিন্ন হবো না আর আমরা কভু কালবৈশাখীর ঝড়ে।

কুমারখালী খোকসায় আর আসেনি কভু এমন মহান নেতা.
খুলে দেখি যদি অতীতকালের ইতিহাসের পাতা

লেখক: বীর প্রজন্ম শেখ নাসির

সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখা
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,
মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কুমারখালী উপজেলা শাখা, কুষ্টিয়া

error: Content is protected !!